Welcome to your Chapter-3- Quiz-1( বিভিন্ন সংখ্যাপদ্ধতির রুপান্তর-১)
1. (5A.2C)16 এবং ( 72.34 )8 সংখ্যা দুটিকে Binary তে পরিবর্তন করে যোগফল নির্ণয় কর।
2.( 9F.C6)16 এবং (277.36)8 সংখ্যা দুটি যোগ কর এবং যোগফল hexadecimal এ প্রকাশ কর।
3.(37)8 ও (23)10 সংখ্যা দুটির যোগফল অক্টাল সংখ্যায় বের কর।
4. 3F এর সমকক্ষ অক্টাল মান কত?
5.এক জন ছাত্রের রোল নম্বর (3B)16, বার্ষিক পরীক্ষা শেষে (60)10 হলে তার ফলাফলের পরিবর্তন কত?
6. DADA BABA সংখ্যা দুটি যোগ করো এবং যোগফল অক্টালে প্রকাশ করো ।
8. (11011110.1)2 এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
9. (1110.11) 2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
১0. ( 11011.110111) 2 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?