১। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি?
২।নতুন ধরনের ক্রোমােজোম তৈরির কৌশলকে কী বলে?
৩। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ তুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে?
৪। ফেসবুক পেইজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। রাফার কাজটি কোন ধরনের?
৫। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?
৬। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ করার প্রযুক্তি কোনটি?
৭। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
৮। জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহূত হয়?
৯। কম্পিউটার সিমুলেশন প্রয়ােগের ক্ষেত্র কোনটি?
১০। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কী বলে?