Conversion of Number System: Lecture 3

Important Tips on
সংখ্যা পদ্ধতির রূপান্তর।

 *সংখ্যা পদ্ধতিতে পরস্পরের মধ্যে রূপান্তরের জন্য মােট রূপান্তর হতে পারে – ১২টি।।

 *বাইনারি সংখ্যার বেজ হলাে – ২।

 * কম্পিউটার কাজ করে – বাইনারি পদ্ধতিতে।

* হেক্সাডেসিম্যালে 9-এর পরের সংখ্যা হলাে – A

* চার বিটের বাইনারি সংখ্যা দিয়ে গঠিত হয় – হেক্সাডেসিম্যাল। 

* অক্টাল সংখ্যার বেজ হলাে – ৮।

 *  MSB  – Most Significant Bit . LSB – Least Significant Bit .

 * হেক্সাডেসিম্যাল সংখ্যার বেজ হলাে – ১৬।

 * ডেসিম্যাল সংখ্যার বেজ হলাে – ১০।

দশমিক পূর্ণ সংখ্যা থেকে যে কোনাে সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যায় রূপান্তর ।

 একটি দশমিক পূর্ণ সংখ্যাকে অন্য কোনাে বেজ এর পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে গেলে নিম্নলিখিত ধাপগুলাে অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ  দশমিক পূর্ণ সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে তার বেজ (Base) দিয়ে ভাগ কর।। |

দ্বিতীয় ধাপ : ভাগফলের পাশে অবশিষ্ট লিখে রাখাে।

3rd step  ভাগফলকে উক্ত বেজ (Base) দিয়ে পুনরায় ভাগ কর।

4th step ২য় ও ৩য় ধাপের পুনরাবৃত্তি করতে থাকো যতক্ষণ না ভাগফল Zero না হয়। চতুথ ৰা পঞ্চম ধাপ ও অবশিষ্টগুলােকে শেষ থেকে শুরু পর্যন্ত সাজিয়ে লিখলেই পরিবর্তিত বা রূপান্তরিত সংখ্যাটি পাওয়া যাবে।

দশমিক ভগ্নাংশ সংখ্যা থেকে যে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর।

দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অন্য কোনাে বেজ এর ভগ্নাংশ সংখ্যায় রূপান্তরিত করতে গেলে নিম্নলিখিত ধাপগুলাে অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ  দশমিক ভগ্নাংশ সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতির ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করতে হবে তার বেজ (Base) দিয়ে গুণ কর। |

দ্বিতীয় ধাপ : গুণফলের পূর্ণ অংশকে সংরক্ষণ কর। গুণফলে পূর্ণ অংশ পাওয়া না গেলে শূন্য (০) সংরক্ষণ কর।

তৃতীয় ধাপ ঃ গুণফলের ভগ্নাংশকে উক্ত সংখ্যা পদ্ধতির বেজ (Base) দিয়ে পুনরায় গুণ কর।

চতুথ ধাপঃ ২য় ও ৩য় ধাপের পুনরাবৃত্তি করতে থাকো যতক্ষণ না গুণফল শূন্য (০) না হয়।

পঞ্চম ধাপ : গুণফলের পূর্ণ অংশকে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে লিখলেই পরিবর্তিত ভগ্নাংশ সংখ্যাটি পাওয়া যাবে।

বিস্তারিত জানার জন্য নিচের PDF টি পড়ে নিন।

Video দেখে শিখতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করেন।

Start exam on conversion of number system

এই  Exam-এ তোমাকে স্বাগত জানাচ্ছি।

Your Name
Roll No
1. কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে? (জ্ঞান) ।

2.চার বিটের বাইনারি সংখ্যা সমন্বয়ে গঠিত হয় কোনটি?

3.হেক্সাডেসিম্যাল পদ্ধতিতে ৯ এর পরের সংখ্যা কত?

4. দশভিত্তিক ১১ সংখ্যাটির হেক্সাডেসিম্যাল মান কত?

5. দশমিক ভগ্নাংশ ১২৩.৭৫১০ এর বাইনারি ভগ্নাংশ কত হৰে (প্রয়ােগ)।

6. বাইনারি ১১১-এর দশমিক মান কোনটি?

7.হেক্সাডেসিম্যালে 9EF-এর পরবর্তী সংখ্যা কত? (উচ্চতর দক্ষতা)

8. বাইনারি ১০১০-এর অক্টাল মান কোনটি?

9. ৬৭.১ (Octal)এর বাইনারি মান কত?

10.1.2(octal)=(?)Hexadecimal

Related Topics of This Chapter

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *