Important MCQ
১।আইসিটি শব্দটি প্রথম ব্যবহার শুরু হয় ১৯৮০ সালে ।
২।আইসিটি শব্দটি প্রথম ব্যবহার করেন- ডেনিশ স্টিভেনসন.
৩।গ্লোবাল ভিলেজ অর্থ- বিশ্বায়ন।
৪. বিশ্বগ্রামের মূল উপাদান হলাে ইন্টারনেট।
৫. ইন্টারনেটের প্রাথমিক নাম ছিল- ARPANET ।
৬. loT এর পূর্ণরূপ হলাে— Internet of Things
৭। ইন্টারনেট আবিষ্কার হয়- ১৯৬৯ সালে
৮। তথ্য প্রাপকের কাছে পৌছানাের প্রযুক্তি হলাে যােগাযােগ প্রযুক্তি
৯। বিশ্বগ্রামের জনক- হারবার্ট মার্শাল ম্যাকলুহান।
১০। স্যাটেলাইট উপগ্রহের যােগাযােগ ব্যবস্থা শুরু হয় ষাটের
দশকে।
১১. মানুষের সক্ষমতা বিশ্বগ্রামের উপাদান। ১২. বিশ্বগ্রামের মূলে রয়েছে— ইলেকট্রনিক টেকনােলজি। ১৩. বিশ্বগ্রামের মেরুদন্ড হলাে- ইন্টারনেট।
১৩। GPS হলো Global Positioning System.
১৪। GSM হলো Global System for Mobile Communication.